ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন রাশেদ আলী

প্রকাশিত: ০০:০৫, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৬, ২১ এপ্রিল ২০২৫

অ্যামেচার চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন রাশেদ আলী

ডব্লিউবিসি ময় থাই বাংলাদেশ গর্বের সাথে জানিয়েছে, দক্ষিণ এশীয় অ্যামেচার ময় থাই চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতে ইতিহাস গড়েছেন মোহাম্মদ রাশেদ আলী। ৭১ কেজি ওজনশ্রেণিতে অংশ নিয়ে তিনি হয়ে উঠেছেন এই প্রতিযোগিতার প্রথম বাংলাদেশি স্বর্ণজয়ী, যা দেশের কমব্যাট স্পোর্টস ইতিহাসে এক নতুন মাইলফলক।

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ২০২৫ সালের দক্ষিণ এশীয় চ্যাম্পিয়নশিপে অঞ্চলটির সেরা অ্যামেচার ফাইটাররা অংশগ্রহণ করেন। রাশেদ আলী 'টিম ভ্যানকুইশ'-এর প্রতিনিধিত্ব করে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তার কারিগরি দক্ষতা, কৌশলগত মুন্সিয়ানা এবং অটুট মানসিক দৃঢ়তা তাকে এনে দেয় চ্যাম্পিয়নের মুকুট।

এই বিজয় শুধুমাত্র রাশেদের ব্যক্তিগত অর্জন নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত। রাশেদের এই সাফল্য দেশের অন্যান্য তরুণ ক্রীড়াবিদদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কমব্যাট স্পোর্টসে বাংলাদেশের সম্ভাবনাকে আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

এম.কে.

×