
ছবিঃ সংগৃহীত
ধর্মীয় বা সামাজিক সংস্কারে জনগণের মতামতের গুরুত্ব তুলে ধরে ধর্ম বিষয়ক উপদেষ্টা এক গুরত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি সাফ জানিয়ে দেনকোনো সংস্কারই জনগণের সম্মতি ছাড়া বাস্তবায়ন করা হবে না।
তিনি এক প্রতিবেদনে বলেন, ‘মাত্র রিপোর্ট জমা হয়েছে। আমাদের চুফ এডভাইজার মহোদয় বলেছেন এইটাকে ছাপিয়ে জনগণের কাছে দেবো। তাতে যদি সংস্কার বা পুণর্বিবেচনার দরকার পড়ে তাহলে সেটা করা হবে।’
তিনি আরও বলেন, ‘এদেশের জনগণ গণতান্ত্রিক সংস্কৃতিতে বিশ্বাসী এবং প্রত্যেক রাজনৈতিক দল তাদের অভিমত ব্যক্ত করতে পারে। আমরা তো একটা রোদ্ম্যাপ নিয়ে এগুচ্ছি। জনগনের চাহিদা অনুযায়ী সরকার সবকিছু বিবেচনায় নিবেন।’
সূত্রঃ https://www.facebook.com/share/1GEdmuPYJF/
আরশি