
ছবি: সংগৃহীত।
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে থাকা প্রস্তাবনা ও সংস্কার কমিশন নিয়ে কড়া সমালোচনা করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা শায়খ আহমাদুল্লাহ। রবিবার (২০ এপ্রিল) তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে তিনি বলেন, এই প্রতিবেদন দেশের ধর্ম, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, “নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উত্থাপিত হয়েছে, যা এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ।”
তিনি অভিযোগ করেন, প্রতিবেদনের প্রস্তাবনাগুলোতে দেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস, চিন্তা-চেতনা ও আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে। “প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার এক গভীর নীলনকশা”—এমন মন্তব্যও করেন তিনি।
সরকার ও কমিশনের অবস্থান নিয়ে তিনি বলেন, “অন্যান্য সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়। আর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজারো শহীদের রক্তদানের মাধ্যমে। যাদের আত্মত্যাগের ভিত্তিতে এ সরকার গঠিত, এই কমিশন তাদের চিন্তা ও মূল্যবোধের প্রতি কোনো শ্রদ্ধা দেখায়নি। বরং উল্টোভাবে তাদের চিন্তা ও বিশ্বাশকে অপমানের চেষ্টা লক্ষণীয়।”
শায়খ আহমাদুল্লাহর মতে, “মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একটি বিশেষ শ্রেণির নারীদের নিয়ে—যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান-ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সাথে দেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই।।”
ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লিখেছেন, “অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা-চেতনা ও সামাজিক মূল্যবোধে শ্রদ্ধাশীল মানুষদের নিয়ে নতুন নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি জানাই।”
সায়মা ইসলাম