
ছবি: সংগৃহীত
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এ সময় যারা একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহে দেশের পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়।”
রোববার (২০ এপ্রিল) বিকেলে ঢাকায় বিএনপির প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, যারা রাজনৈতিক বিভক্তি সৃষ্টি করতে চায়, তারা দেশের মঙ্গল চায় না।
বিএনপি মহাসচিব আরও বলেন, “দেশে বর্তমানে অস্থিরতা চলছে। কিছু নির্ধারিত বিষয়কে ইচ্ছাকৃতভাবে অনিশ্চিত করে তোলা হচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সব রাজনৈতিক দল ও গোষ্ঠীকে ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি, তাই সবাইকে সজাগ থাকতে হবে। “আমাদের এই আন্দোলন জনগণের অধিকার পুনরুদ্ধারের জন্য। তাই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই দুঃসময়ে সবাইকে একযোগে কাজ করতে হবে,” বলেন মির্জা ফখরুল।
সূত্র: https://www.youtube.com/watch?v=h1EHrFphzp4
আবীর