ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি

প্রকাশিত: ২০:২২, ২০ এপ্রিল ২০২৫

রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর বিষয়ে যা বলল বিএনপি

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে মত দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর নতুন একটি অনুচ্ছেদ যোগ করে সংসদে আলোচনার মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিধান প্রণয়ন করা যেতে পারে।

রোববার (২১ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি বলেন, "আমরা বলেছি, রাষ্ট্রপতিকে কী কী বিষয়ে ক্ষমতায়িত করে আইন প্রণয়ন করা যায়, সেসব বিষয়ে একমত হয়েছি। চেক অ্যান্ড ব্যালেন্স বজায় রেখেই রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হবে।"

বিএনপির মতে, রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদের উভয়কক্ষের সদস্যদের ভোটে। তবে সংবিধার সংস্কার কমিশনের প্রস্তাবিত 'ইলেক্টোরাল কলেজ' ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়েছে দলটি।

সংসদ সদস্যদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে সালাহউদ্দিন বলেন, "অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল, আস্থা ভোট এবং রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত বিল—এই চারটি ছাড়া অন্য যেকোনো বিষয়ে সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ অধিকার পাবেন।"

তিনি আরও জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে কিছুটা পরিবর্তনের বিষয়ে অধিকাংশ দলের মধ্যে সমঝোতা হয়েছে।

বিএনপির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, "নট মোর দ্যান টু কনসিকিউটিভ টার্মস"—অর্থাৎ কেউ পরপর দু’বার প্রধানমন্ত্রী থাকলেও, পরবর্তী মেয়াদে বিরতি দিয়ে আবারও দায়িত্ব নিতে পারবেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, "একই ব্যক্তি যদি বিরতির পর আবার দলীয়ভাবে নির্বাচিত হন, তাহলে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু পরপর দুই মেয়াদের বেশি নয়—এটাই মূল কথা।"

আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল—একই ব্যক্তি যেন সরকারপ্রধান, দলপ্রধান এবং সংসদ নেতা না হতে পারেন। তবে এ বিষয়ে বিএনপি একমত নয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, "আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে বলেছি। যুক্তরাজ্যেও পার্টি প্রধানই সরকার প্রধান হন। গণতান্ত্রিক চর্চায় এটি গ্রহণযোগ্য। আমাদের মূল লক্ষ্য হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।"

প্রসঙ্গত, আগামী ২২ এপ্রিল বিএনপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের পরবর্তী সংলাপ অনুষ্ঠিত হবে।

নুসরাত

আরো পড়ুন  

×