ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই ইলেকশনে যেতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

প্রকাশিত: ১৯:৪৯, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫০, ২০ এপ্রিল ২০২৫

সংস্কারের প্রত্যেকটি রিপোর্টের ওয়ার্ড বাই ওয়ার্ড এর প্রয়োগের মধ্য দিয়েই ইলেকশনে যেতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত তিনটি বিতর্কিত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিচারের আওতায় আনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছে। দলটি নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলতে ইসি থেকে সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে।

আজ রবিবার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে বৈঠক করে এনসিপি। দলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। বৈঠকে নির্বাচনী সংস্কার, কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন, রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাসির উদ্দিন পাটোয়ারী জানান, তারা কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন বিধি এবং নির্বাচনী আচরণবিধি নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, "তিনটি বিতর্কিত নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে যারা নির্বাচন কমিশনের সাথে জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে বিচারের আওতায় আনতে হবে।"

এছাড়া, এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী নির্বাচন কমিশনকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন করার জন্য বলেন। তিনি আরও বলেন, "আগামী নির্বাচনে যে সিস্টেম অনুসরণ করা হবে, তা হবে পরিপূর্ণ সংস্কারের মাধ্যমে। পুরোনো পদ্ধতি আর গ্রহণযোগ্য নয়, এবং ছাত্রজনতা আর এই ধরনের ব্যবস্থা সহ্য করবে না।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=AFSoDRMpyNE

আবীর

×