ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

প্রকাশিত: ১৭:৫৮, ২০ এপ্রিল ২০২৫

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

ছবি: সংগৃহীত

আসন্ন ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। রবিবার (২০ এপ্রিল) কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)-তে সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিদুল্লাহ বাবুনগরী। বৈঠক-পরবর্তী সংবাদ সম্মেলনে মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সমাবেশের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সংগঠনের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, “ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নারী অধিকার সংস্কার কমিশনের সুপারিশসহ ইসলামী উত্তরাধিকার আইন ও পারিবারিক আইন সংশ্লিষ্ট প্রস্তাব বাতিল করতে হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “উক্ত দাবি মেনে না নেওয়া হলে ৩ মে’র মহাসমাবেশ থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

এছাড়া ভারত সরকারের বিতর্কিত ওয়াকফ আইন সংশোধনী এবং ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে হেফাজতে ইসলাম এক সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে। এর অংশ হিসেবে আগামী ২৫ এপ্রিল (শুক্রবার) জুমার নামাজের পর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে সংগঠনটি।

আবীর

আরো পড়ুন  

×