
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে অংশ নিচ্ছে দলটির একটি প্রতিনিধি দল। এ আলোচনা সম্পর্কে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, প্রক্রিয়াটি মোটামুটি ভালোভাবেই এগোচ্ছে।
আজ রবিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা করছি। আলোচনা অব্যাহত রয়েছে। মোটামুটি ভালো অগ্রগতি হয়েছে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, আবার কিছু বিষয়ে দ্বিমতও রয়েছে, যা আমরা স্পষ্টভাবে জানিয়েছি। গণতন্ত্রে মতপার্থক্য থাকাটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “আমরা বাকশালী চিন্তাভাবনায় বিশ্বাস করি না, যে সবাইকে একটি সিদ্ধান্ত মানতে বাধ্য করা হবে। আমরা মনে করি, দেশ ও জনগণের স্বার্থে যা সংগত, যুক্তিসংগত এবং সর্বোত্তম, তেমন সিদ্ধান্তই নেওয়া উচিত।”
নজরুল ইসলাম খান মনে করেন আলোচনার মাধ্যমে একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানেই উপনীত হওয়া সম্ভব হবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=bZSUt8pLeJE
আবীর