
ছবি: সংগৃহীত
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। বৈঠকে তিনি ঋণখেলাপি প্রার্থীদের বিষয়ে দ্রুত মামলা নিষ্পত্তি ও হলফনামার সত্যতা যাচাইয়ের দাবির কথা তুলে ধরেন।
তিনি বলেন, "আমরা কমিশনের কাছে দাবি জানিয়েছি, যাতে নির্বাচনের অন্তত তিন মাস আগে প্রার্থীদের দাখিলকৃত হলফনামার তথ্য তদন্তের মাধ্যমে যাচাই করে দেখা হয়, তারা ঋণখেলাপি কি না বা অন্য কোনো অনিয়ম করেছেন কি না। কারণ গত ১৫ বছরে আমরা দেখেছি, অনেক প্রার্থী ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নিয়েছেন, এবং হলফনামায় নানা ছলচাতুরির আশ্রয় নিয়েছেন।"
নাসির উদ্দিন জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে এবং ভবিষ্যতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
তিনি আরও বলেন, "আমরা বর্তমান নির্বাচনী ব্যবস্থার কিছু দুর্বলতা নিয়েও কমিশনের সঙ্গে আলোচনা করেছি। বিশেষ করে আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের নীতিমালায় পরিবর্তনের প্রস্তাব দিয়েছি। কমিশন আমাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"
আচরণবিধির বিষয়ে তিনি বলেন, "নতুন বাংলাদেশে আমরা চাই না পুরনো পদ্ধতির মতো ভোটের আগে টাকা, অস্ত্রের ঝনঝনানি কিংবা মাসল পাওয়ার দেখানোর মতো সংস্কৃতি চলতে থাকুক। দক্ষিণ এশিয়ায় এ ধরনের আচরণ অনেকটা নিয়মে পরিণত হয়েছে, যা আমাদের দেশে নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে।"
নাসির উদ্দিন পাটোয়ারী আশা প্রকাশ করেন, "নতুন বাংলাদেশে জনগণের ওপর কোনো ধরণের চাপ, ভয়ভীতি বা বাধা সৃষ্টি করে ভোট লুটপাট বা প্রভাবিত করার সংস্কৃতি বন্ধ হবে।"
তিনি এ ব্যাপারে নির্বাচন কমিশনকে কার্যকর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=iKyQmB498UY
আবীর