ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

প্রকাশিত: ০৮:৫২, ২০ এপ্রিল ২০২৫

গাজায় হামলা আরও জোরদারের নির্দেশ নেতানিয়াহুর

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ১৫৭ জনে। আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৬ হাজার ৭২৪ জনে।

শনিবার (১৯ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, শনিবারও গাজার বিভিন্ন অংশে দিনভর চালানো বোমাবর্ষণে বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং নিহত হয়েছেন অন্তত ৫২ জন। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় উদ্ধারকারীরা।

এই পরিস্থিতিতে হামাস ইসরায়েলের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় হামলা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির দাবি মেনে নেওয়ার আগ্রহ না দেখানোয় হামাসকে শক্ত হাতে মোকাবিলা করা হবে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×