ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

কারা যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চায়, জানালেন সাংবাদিক নাজমুল আশরাফ

প্রকাশিত: ০৫:৫৭, ২০ এপ্রিল ২০২৫

কারা যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চায়, জানালেন সাংবাদিক নাজমুল আশরাফ

ছবি: সংগৃহীত

গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ বলেছেন, যারা গণতন্ত্রে ফিরে যেতে চায় না, জনগণের ক্ষমতায়ন চায় না, রাজনৈতিক প্রক্রিয়া পুনর্বহাল হোক, এটা চায় না; এখন যে একটা অস্বাভাবিক অবস্থা আছে, এই অবস্থার যারা সুবিধাভোগী, তারা যেকোনো মূল্যে নির্বাচন পেছাতে চায়।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘ক্ষমতায় থাকা ব্যক্তিরা, প্রশাসনে থাকা ব্যক্তিরা, বিভিন্ন নতুন-পুরনো দলের ব্যক্তিরা বা আরও অনেক মহল, যারা এখন (অন্তর্বর্তীকালীন) ভালো আছে, তারা চায় যে নির্বাচন না হোক, দীর্ঘদিন পিছিয়ে যাক।’

এছাড়া, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘সরকারের আশীর্বাদপুষ্ট’ দল আখ্যা দিয়ে নাজমুল আশরাফ বলেন, ‘সবশেষ বক্তব্য ধরে যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে এনসিপি দলটি সবচেয়ে বেশি বিরোধিতা করছে নির্বাচনের।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/1864yzRXCL/

রাকিব

আরো পড়ুন  

×