
ছবি: সংগৃহীত
আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে প্রায় ৫০ বছর আগে নির্মিত একটি মসজিদ ভেঙে ফেলার একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘এই ভারত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ আনে, কী তামাশা!’
রবিবার (২০ এপ্রিল) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে ‘আকসা মসজিদ’ গুঁড়িয়ে দেওয়ার সে ভিডিও আপলোড করে পিনাকী ভট্টাচার্য আরও লেখেন, ভারতের হরিয়ানায় পঞ্চাশ বছরের পুরোনো মসজিদ রাষ্ট্রীয় ভাবে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে।
পিনাকীর আপলোড করা ভিডিওতে দেখা যায়, বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে মসজিদটির মিনার, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এলাকা।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) ফরিদাবাদের বড়খাল গ্রামে অবস্থিত ঐতিহাসিক ‘আকসা মসজিদ’ গুঁড়িয়ে দেয় প্রশাসন। পরদিন বুধবার (১৬ এপ্রিল) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সংবাদমাধ্যম মুসলিম মিরর ও সিয়াসত ডেইলি।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে প্রতিবাদ শুরু হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
সূত্র: https://www.facebook.com/share/v/1W4X45ejBu/
রাকিব