ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি শেয়ার করলেন উমামা ফাতিমা

প্রকাশিত: ০৪:৩৪, ২০ এপ্রিল ২০২৫

গণঅভ্যুত্থানে অংশগ্রহণের ছবি শেয়ার করলেন উমামা ফাতিমা

ছবি: সংগৃহীত

স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ উমামা ফাতিমা সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্মৃতিচারণমূলক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি গণঅভ্যুত্থানের সময় তোলা একটি বিরল ছবি শেয়ার করেছেন, যা দীর্ঘদিন পর তার হাতে এসেছে।

পোস্টে উমামা জানান, ছবিটি ২০২৪ সালের ৪ জুলাইয়ের। দিনটি ছিল টানটান উত্তেজনার—সকাল থেকেই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গুরুত্বপূর্ণ শুনানি চলছিল। সেই দিনটিতে বৃষ্টি ছিল, আর উত্তাল রাজপথে মিছিলেও ছিল নজরকাড়া উপস্থিতি। বিশেষ করে, সেই মিছিলে প্রথমবারের মতো মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় ছিল বেশি। মেয়েরা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শাহবাগ মোড় দখল করে রেখেছিল অবিরাম।

উমামা লেখেন, সেই মিছিলের এক পর্যায়ে তিনি মেয়েদের মাঝে বসে বক্তৃতা বা স্লোগান শুনছিলেন। তখনই সাংবাদিক তুহিন ভাই কিছু ছবি তোলেন, কিন্তু সেসব ছবি পরে আর পাওয়া যায়নি। দীর্ঘ সময় পর, এক সাংবাদিক সহকর্মী তার হার্ডড্রাইভ ক্লিন করতে গিয়ে ছবিটি খুঁজে পান এবং কিছুক্ষণ আগেই উমামাকে পাঠান।

“হঠাৎ ছবিটা দেখে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়লাম,” লিখেছেন উমামা। “ফেসবুক ওয়ালে স্মৃতি হিসেবে জমিয়ে রাখলাম। আন্দোলনের স্মৃতির পাতায় নতুন ছবি যুক্ত হলো।”

উমামার এই পোস্ট ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই ছবিটি শেয়ার করে আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তের স্মরণ করছেন।

এম.কে.

আরো পড়ুন  

×