ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৮৬ বছর বয়সে বিশ্বরেকর্ড

গ্রিক রিপোর্টার অনলাইন অবলম্বনে

প্রকাশিত: ২৩:৪৮, ১৯ এপ্রিল ২০২৫

৮৬ বছর বয়সে বিশ্বরেকর্ড

আনাস্টাসিয়া ইয়ারোলিমাতু

বয়স যে শুধু একটি সংখ্যা, ৮৬ বছর বয়সে উইন্ডসার্ফার গিনেস রেকর্ডে নাম লিখিয়ে সেটাই ফের প্রমাণ করলেন গ্রিসের নারী আনাস্টাসিয়া ইয়ারোলিমাতু। তিনি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক উইন্ডসার্ফার। কেফালোনিয়া দ্বীপের বাসিন্দা তিনি। ৪১ বছর বয়সে প্রথম উইন্ডসার্ফিং শিখেছিলেন। এই বয়সে এসেও এখনো শুধু খেলাধুলার প্রতি তার অসাধারণ নিষ্ঠাই প্রদর্শন করছেন নাÑ জীবনের প্রতি তার দুঃসাহসিক মনোভাবও প্রদর্শন করছেন।
আনাস্টাসিয়া বলেন, যখন সার্ফিং করি, দারুণ লাগে! বোর্ডে উঠে যখন পাল তুলে দেই, ডানা খুলে উড়ে যায় এই বলে যে, ওহ ঈশ্বর, ইঞ্জিন নেই, কিছুই নেই! এটা অনেক সঞ্জীবনী শক্তি দেয়, আত্মা ভরিয়ে দেয়। আনাস্টাসিয়া সব সময়ই খুব অ্যাকটিভ ছিলেন, আর খেলাধুলা পছন্দ করতেন। ৪১ বছর বয়সে হঠাৎ করেই উইন্ডসার্ফিং শুরু করেছিলেন। তিনি কখনো কারও কাছে উইন্ডসার্ফিং শেখেননি, শিখেছেন নিজে নিজে। 
আনাস্টাসিয়া মোটর স্কুটারও চালান।  তার নিজের তৈরি একটি ট্রেলারও আছে, যেটিতে করে তিনি বিভিন্ন সরঞ্জাম পরিবহন করেন। পরবর্তী অভিযানের জন্য তিনি সব সময় প্রস্তুত থাকেন, জীবনকে পরিপূর্ণভাবে যাপন করেন তিনি।
তিনি বলেন, আমি সবধরনের খেলাধুলা পছন্দ করি। আমি উইন্ডসার্ফিং করি। যখন বাতাস কম থাকে তখন আমার খুব ভালো লাগে, আমি এটা উপভোগ করি। আমি ওখানে যাচ্ছি। বেশ দূরে, ৩০০ মিটারের বেশি। পাঁচ মিনিটের মধ্যে আমি এটা করে ফেলেছি। সেখানে সাত মিনিট থেকে ফিরে এসেছি। কেউ বিশ্বাসই করতে পারেনি যে, আমি দ্বীপে পৌঁছে গেছি।
-গ্রিক রিপোর্টার অনলাইন অবলম্বনে

×