ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বরিশাল টার্মিনালে গাড়ি ঢুকে না, তবুও দিতে হচ্ছে ‘পার্কিং ফি’

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ২২:৫৮, ১৯ এপ্রিল ২০২৫

বরিশাল টার্মিনালে গাড়ি ঢুকে না, তবুও দিতে হচ্ছে ‘পার্কিং ফি’

ছবিঃ প্রতিবেদক

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

দেশের অন্যতম বিভাগীয় শহর বরিশাল। বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত বাস প্রবেশ করে শহরটিতে। তবে এবার ইজারাদারদের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে বাস থেকে ফি নেয়ার অভিযোগ উঠেছে।

বাস মালিক ও শ্রমিকরা বলছেন, বরিশালের টার্মিনালে বাস থামে না। তবু প্রতিটি বাস থেকে আদায় করা হচ্ছে ‘পার্কিং ফি’, যা দৃশ্যত অনিয়ম। কিন্তু এই অনিয়ম দেখার কেউ নেই।

১৪ এপ্রিল তথা পহেলা বৈশাখ থেকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল ইজারা নেওয়া ইজারাদাররা এ টাকা আদায় করছে বলে দূরপাল্লার বাস চালক ও শ্রমিকরা জানিয়েছেন।

জানা যায়, বরিশাল নগরীর রূপাতলী হয়ে প্রতিদিন বিভিন্ন পরিবহন কোম্পানির ৮৭৪টি বাস যাওয়া-আসা করে। এসব বাস বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে বরিশাল নগরী হয়ে রাজধানীতে চলাচল করে।

বাস পরিবহন শ্রমিকদের অভিযোগ, যাওয়ার সময় না নিলেও বরগুনা ও পটুয়াখালী জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আসার সময় বাস থেকে রূপাতলী মোড় এলাকায় লিলি পেট্রোল পাম্পে অবস্থান নেওয়া ইজারাদারের লোক পার্কিং ফি হিসেবে ৫০ টাকা করে নেয়। আর ঝালকাঠি ও পিরোজপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসা বাস থেকে টাকা তুলেন টার্মিনালের বিপরীতে অবস্থান নেওয়া লোকজন।

কয়েকটি বাস চালক ও শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, বাস টার্মিনালে গিয়ে থামালে পার্কিং ফি আদায় করা যায়, এটা যৌক্তিক। কিন্তু দূরপাল্লার বাস টার্মিনালে প্রবেশ করে না। এমনকি কোনো যাত্রীও উঠায় না। তবু বাস থামিয়ে টাকা নেওয়া হয়। প্রতিবাদ করলে গালাগালি করে। মারধরের হুমকি প্রদান করা হয়।

খাত সংশ্লিষ্টরা বলেন, আট শতাধিক বাস থেকে ৫০ টাকা করে আদায় করলে দিনে ৪০ হাজার, মাসে এক কোটি ২০ লাখ এবং বছরে ১৪ কোটি ৪০ লাখ টাকা অবৈধভাবে আয় করবে ইজারাদার, যা আইন পরিপন্থী। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি দেয়া উচিত। প্রকাশ্যে এমন অবৈধকাজ চলতে পারে না।

তবে এ বিষয়ে রূপাতলী বাস টার্মিনালের ইজারাদার মো. কবির খান গণমাধ্যমকে বলেন, “এটা ‘পার্কিং ফি’ হিসাবে নেওয়া হয়। সিটি করেপোরেশন থেকে এ ফি নেওয়ার নিয়ম আছে।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী বলেন, “টার্মিনালে প্রবেশ না করলে ‘পার্কিং ফি’ নেওয়ার নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ বিষয়ে বিআরটিএ’র উপ-পরিচালক জিয়াউর রহমান বলেন, “বাস টার্মিনালে না গেলে ‘পার্কিং ফি’ নেওয়া যাবে না। যদি নেয়, সেটা সম্পূর্ণ অবৈধ। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরশি

আরো পড়ুন  

×