ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে ৬’শ আসন এবং যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব সংস্কার কমিশনের

প্রকাশিত: ২০:০৬, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ২০:০৭, ১৯ এপ্রিল ২০২৫

সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়াতে ৬’শ আসন এবং যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতির প্রস্তাব সংস্কার কমিশনের

ছবিঃ সংগৃহীত

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য, তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মো: ইউনূস। বিকেল সাড়ে ৪টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ প্রতিবেদন হস্তান্তর করেন।

সংসদ নির্বাচনে নারী প্রতিনিধির সংখ্যা বাড়াতে সংসদীয় আসন ৬০০-তে উন্নীত করা, উত্তরাধিকারে নারী-পুরুষের সমানাধিকরণ নিশ্চিত করা, যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়াসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে কমিশন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানান, নারী বিষয়ক সংস্কার কমিশনের এ প্রস্তাবগুলো জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই সুপারিশগুলোকে তিনভাগে ভাগ করা হয়েছে— কিছু সংস্কার বর্তমান সরকারই করে যেতে পারবে, আর কিছু পরবর্তী নির্বাচিত সরকার করতে পারবে।

মোট ৪৩৩টি বিষয়ে সুপারিশ করেছে কমিশন এবং ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AMvYeaWD3/

মারিয়া

×