ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বিজয়নগরে কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন অনুষ্ঠিত

হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ১৯ এপ্রিল ২০২৫

বিজয়নগরে কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন অনুষ্ঠিত

ছবিঃ প্রতিবেদক

হীরা আহমেদ জাকির, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ইজরায়েল বিরোধী সম্মিলিত জাগ্রত জনতার জনসভায় ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তির মাধ্যমে ফিলিস্তিনের পাশে দাড়ানোর আহ্বান জানান বিজয়নগর উপজেলাবাসী।

১৯ এপ্রিল, শনিবার বিকেলে উপজেলার আড়িয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত ‘কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন’ শ্লোগানে কয়েক হাজার মুসলিম জনতা অংশগ্রহণ করেন।

এই জনসভা থেকে মুসলিম বিশ্বের প্রতি ফিলিস্তিনিদের উপর মানবতা বিরোধী গণহত্যা ও ধারাবাহিকভাবে হামলার বিরুদ্ধে বিশ্ব মুসলিম জনতার ঐক্যবদ্ধ হওয়ার দাবী জানানোর পাশাপাশি ইজরায়েল ও তাদের সহযোগীদের বয়কট করে একঘরে করার আহ্বান জানান।

এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চার দফা দাবীর মাধ্যমে ইজরায়েল ও তার দোসরদের সাথে সকল চুক্তি বাতিল, তাদের সাথে সকল সম্পর্ক বাতিল ও ফিলিস্তিনের পক্ষে আনুষ্ঠানিকভাবে দাঁড়ানোর ঘোষণা প্রদান করা হয়।

বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলাবাসীর পক্ষ থেকে বিশ্ব মুসলিম সমাজ, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও নিজেদের প্রতি আহ্বান জানিয়ে ঘোষণাপত্র পাঠ করেন, জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৌলতবাড়ি দরবার শরিফের পীর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ।

ইজরায়েল বিরোধী জনসভায় বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মুন্সি, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমিন মেম্বার, সাধারণ সম্পাদক মোঃ এনাম খাঁ, বিজয়নগর উপজেলার এনসিপির আহবায়ক মোঃ খায়রুল ইসলাম, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব এর দপ্তর সম্পাদক মোঃ শাহনেওয়াজ শাহ, বিজয়নগর উপজেলা সাহিত্য পরিষদের আহ্বায়ক মনির বিন মোবারক, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন সভাপতি মোঃ শাহীন আলম, বিজয়নগর হেফাজতে ইসলামের নেতা মাওলানা কেফায়েতুল্লাহ, স্বজন সমাবেশ বিজয়নগর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, বিজয়নগর রানার্স কমিউনিটির এডমিন মোঃ জিয়াউর রহমান, ট্র্যাভলিং টিম অব বিজয়নগর যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ান আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জহিরুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন ও খাজা নেওয়াজ চিশতী।

বিজয়নগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রব এর দোয়ার মাধ্যমে বিজয়নগর উপজেলাবাসী ব্যানারে আয়োজিত ‘কনফারেন্স ফর ফ্রি ফিলিস্তিন’ এর সমাবেশ সমাপ্ত হয়।

আরশি

আরো পড়ুন  

×