ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

গানে গানে কৃষকদের সংবর্ধনা দিল নড়াইলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল

প্রকাশিত: ১৮:৪৪, ১৯ এপ্রিল ২০২৫

গানে গানে কৃষকদের সংবর্ধনা দিল নড়াইলের একটি স্বেচ্ছাসেবী সংগঠন

ছবিঃ প্রতিবেদক

নিজস্বসংবাদদাতা, নড়াইল

গানে গানে কৃষকদের সংবর্ধনা দিল নড়াইলের একটি স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। শনিবার (১৯ এপ্রিল) নড়াইলের নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্র তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ও নববর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার সাতজন কৃষককে সংবর্ধিত করে। এ সময় তাদের প্রত্যেককে ফুলেল শুভেচ্ছা, গামছা ও ধান কাটার কাস্তে দেয়া হয়।

এ উপলক্ষে নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি সুবাস বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মায়া রানী বিশ্বাস ও নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট আলমগীর সিদ্দকীসহ আরও অনেকে। এ সময় সগঠনের শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

নন্দন কানন শিশু বিকাশ ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি সুবাস বিশ্বাস বলেন, ‘যে কৃষক এ দেশকে বাঁচিয়ে রেখেছেন তাদের কিছুটা হলেও সম্মান দিতে পেরে আমরা খুশি। সারা দেশে যদি এভাবে কৃষকদের মূল্যায়ন করা হয় তাহলে দেশ আরও এগিয়ে যাবে।’

আরশি

×