ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে: জামায়াত আমির

প্রকাশিত: ১৮:৪০, ১৯ এপ্রিল ২০২৫

আমরা ভালো থাকলে ভারতও ভালো থাকবে: জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

"আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবেন। আমাদের ভালো কেড়ে নিলে, তারাও ভালো থাকবেন কিনা, এটা তাদের চিন্তা করতে হবে" বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

তিনি বলেন, “আধিপত্যবাদের কালো ছায়া আমাদের ঘাড়ের ওপরে ছিল। আমরা এই ছায়া আর দেখতে চাই না। ইন্ডিয়া আমাদের প্রতিবেশি দেশ। তাদের সাথে আমরা সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশি হিসেবে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবেন। আমাদের ভালো কেড়ে নিলে, তারাও ভালো থাকবেন কিনা—এটা তাদের চিন্তা করতে হবে। আমরা দেখতে চাই, আমরা উভয়ে ভালো থাকবো কিনা। সে পরিবেশ ইন্ডিয়াকেই নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরো দুঃসহ। ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না। বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতা-কর্মী, আলিম-উলামা, বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1BZmpFVtLk/

 

মারিয়া

×