ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

পোর্ট লুইসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

কূট‌নৈ‌তিক রি‌পোর্টার।

প্রকাশিত: ১৭:১৯, ১৯ এপ্রিল ২০২৫

পোর্ট লুইসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইসে আজ (১৯ এপ্রিল) সকালে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ হাইকমিশন মরিশাসের হাই কমিশনার ড. জকি আহাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি, উপ-প্রকল্প পরিচালক, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্প।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো: আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি ই-পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার ড. জকি আহাদ ২০২৪ এর জুলাই-আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে মরিশাসের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি বলেন ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ার  এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।

বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট  সেবা চালু  করার দিক থেকে বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস, মরিশাস ৫৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে এর শুভযাত্রা শুরু করায় পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হাইকমিশনার মরিশাসে বসবাসরত বাংলাদেশিদের সস্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান।

ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরনের অংশ হিসেবে প্রধান অতিথি মান্যবর হাই কমিশনার জনাব ড. জকি আহাদ ও ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি দুইজন আবেদনকারীর নিকট ডেলিভারি স্লিপ তুলে দেন।

পরে ই-পাসপোর্ট প্রকল্পের পক্ষ হতে প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি মান্যবর হাই কমিশনার ড. জকি আহাদ-কে একটি ক্রেস্ট প্রদান করেন। এরপরে হাইকমিশনার ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন। উল্লেখ্য, এখন থেকে মরিশাসে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

রিফাত

×