
ছবি: জনকন্ঠ
বরিশালের গৌরনদীতে অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সংগঠন ডিফেন্স এক্স সোলজার্স ওয়েল ফেয়ার সোসাইটির (ডেসওয়াস) আয়োজনে ঈদ পুনর্মিলনী উদ্যাপিত হয়েছে।
গৌরনদী উপজেলার ভাই ভাই কমিউনিটি সেন্টারে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি ও অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার আবদুল ওহাব শিকদারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোসাইটির সাধারণ সম্পাদক ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) হাজী মো. বকতিয়ার আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মো. মনির হোসেন, চীফ পে. অফিসার (অব.) এম গিয়াস উদ্দিন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবদুল মান্নান হাওলাদার, আবদুল হালিম, ল্যান্স কর্পোরাল (অব.) মো. সামসুল হক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্জেন্ট (অব.) মো. গিয়াস উদ্দিন, আবদুল মালেক সিকদার, ল্যান্স কর্পোরাল (অব.) হাবুল গাজী প্রমুখ।
দুপুরের ভূরিভোজ শেষে র্যাফেল ড্রতে ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার তুলে দিয়েছেন সোসাইটির সভাপতি আবদুল ওহাব শিকদার।
খোকন/রবিউল