
ছবি: সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদের এলডি হলে। বৈঠকে এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
বৈঠক শেষে গণমাধ্যমকে হাসনাত আব্দুল্লাহ জানান, এখন পর্যন্ত ১৬৬টি বিষয়ের মধ্যে ১২৯টি বিষয়ে এনসিপি এবং ঐকমত্য কমিশনের মধ্যে সমঝোতা হয়েছে। তবে এসব বিষয়ে এনসিপির কিছু পর্যবেক্ষণ রয়েছে এবং তারা বিভিন্ন সংযোজন ও বিয়োজন সংক্রান্ত নোট জমা দিয়েছে।
বৈঠকে আলোচিত তিনটি মূল বিষয়ের মধ্যে প্রথমটি ছিল "নাগরিক অধিকার সুরক্ষা"। এনসিপি মনে করে, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে নাগরিকদের নিরঙ্কুশ অধিকার পুরোপুরি স্বীকৃতি পায়নি। এ বিষয়ে তারা বিস্তারিত আলোচনা করেছে এবং ভবিষ্যতে সুনির্দিষ্ট কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে।
দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল "শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর"। হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা দেখেছি, ক্ষমতার পালাবদলের সময় দেশে বারবার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অতীতের সেই দুঃখজনক অভিজ্ঞতা যেন আর কখনো ফিরে না আসে, সে লক্ষ্যে শক্তিশালী ও গ্রহণযোগ্য পদ্ধতি প্রয়োজন।”
তৃতীয়ত, আলোচনায় গুরুত্ব পায় সংসদীয় কার্যকারিতা ও সদস্যদের স্বাধীনতা। বিশেষভাবে আলোচিত হয় সংবিধানের ৭০ অনুচ্ছেদ, যা সংসদের স্থিতিশীলতার নামে সংসদ সদস্যদের মত প্রকাশের স্বাধীনতা সীমিত করে রেখেছে বলে এনসিপির দাবি। তারা চায় এমন একটি কাঠামো, যেখানে সংসদের কার্যকারিতা, সদস্যদের স্বাধীনতা ও রাজনৈতিক স্থিতিশীলতা—এই তিনটি বিষয় একসঙ্গে নিশ্চিত করা সম্ভব হবে।
সূত্র: https://www.youtube.com/watch?v=dsri4Lg8vW4
আবীর