ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, বাংলাদেশেরটা জনগণের উপর নির্ভর করবে: তাসনুভা জাবিন

প্রকাশিত: ১৪:৩২, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৩৩, ১৯ এপ্রিল ২০২৫

শ্রীলঙ্কায় নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, বাংলাদেশেরটা জনগণের উপর নির্ভর করবে: তাসনুভা জাবিন

শ্রীলঙ্কায় কিন্ত একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে বাংলাদেশেরটা জনগণের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এবং ৪৭ বছর ধরে তাদের পথচলা। তাদের বড় সাংগঠনিক বিস্তৃতি আছে। নির্বাচনে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে এটা মনে করাই যায়। আমরা নতুন একটা রাজনৈতিক দল, এখনো আমরা ঢাকার বাইরে গণসংযোগ শুরু করতে পারিনি, আমাদের দলের নিবন্ধনের কাজ আছে, সাংগঠনিক কমিটি দেয়া, বিস্তৃতি, অফিস দেয়া অনেক কাজ বাকি আমাদের। 

তিনি আরো বলেন, এছাড়াও সংস্কার কমিশনের সাথে বৈঠক বা বোঝাপড়া, আমাদের রাজনীতিও নির্বাচন কেন্দ্রিক। কিন্ত জনগণ মনে করে সবাই একটা সুষ্ঠুনির্বাচন আশা করছি। যদি জনগণ মনে করে, শ্রীলঙ্কায় কিন্ত একটা নতুন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে, সেটা কিন্ত জনগণের উপর নির্ভর করবে। গণতান্ত্রিক কাঠামোর আন্ডারে যখন একটা সুষ্ঠু নির্বাচন হবে তাতে যে রেজাল্ট হবে সেটা মেনে নিতে হবে সবারই।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/16M5ktuJnU/

রিফাত

×