
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আরোপিত বাড়তি শুল্কের বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সতর্ক করে বলেন, এই সমস্যা সমাধান না হলে দেশ আরো বড় সংকটে পড়বে।
শনিবার সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে “বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধির পথ” শীর্ষক এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “এই দেশটা আমাদের, এর ভবিষ্যৎও আমাদেরই গড়তে হবে। কেউ বাইরে থেকে এসে তৈরি করে দিয়ে যাবে না। আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীন থেকে শি জিনপিং কিংবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। আমাদেরকেই নিজেদের ভাগ্য নিজ হাতে গড়তে হবে।”
তিনি বলেন, গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, বরং এটি চর্চার বিষয়। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তার সাফল্য কামনা করেন।
ডা. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি চেষ্টা করে যাচ্ছেন। তাঁর প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।”
তিনি আরও বলেন, “যেভাবে জুলাইয়ের গণঅভ্যুত্থানে সবাই একত্রিত হয়েছিল, সেভাবেই ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
সূত্র: https://www.youtube.com/watch?v=-SEf9UFFpHc
আবীর