ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বন্ধু চার বিয়ে করেছেন, আপনি করলেন একটা!

প্রকাশিত: ১৩:২৯, ১৯ এপ্রিল ২০২৫

বন্ধু চার বিয়ে করেছেন, আপনি করলেন একটা!

ছবি: সংগৃহীত

আজ শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এক বৃদ্ধ উপস্থিত হন একটি অভিযোগ নিয়ে। তার দাবি, তার স্ত্রী তার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতনের মামলা করেছেন। বিষয়টি জানতে চাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে প্রশ্ন করেন, "আপনি কি আপনার স্ত্রীকে হাতখরচ দেন না?"

বৃদ্ধ বলেন, "এই স্ত্রীকে ডিভোর্স দিয়েছি, সে নারী নির্যাতনের মামলা করেছে।" তখন উপদেষ্টা জানতে চান, "আপনি মোট কয়টি বিয়ে করেছেন?" উত্তরে বৃদ্ধ জানান, তিনি চারটি বিয়ে করেছেন।

বৃদ্ধের সঙ্গে থাকা আরেক ব্যক্তিকে উপদেষ্টা জিজ্ঞেস করেন, "আপনার অভিযোগ কী?" তিনি বলেন, "আমি উনার (বৃদ্ধের) সঙ্গে এসেছি।" তখন উপদেষ্টা হাসতে হাসতে প্রশ্ন করেন, "আপনি কয়টা বিয়ে করেছেন?" লোকটির সরল জবাব, "আমি একটিই করেছি।"

এই উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা রসিকতা করে বলেন, "আপনার বন্ধু চারটা বিয়ে করেছে, আপনি করলেন একটা!" তার এই মন্তব্যে উপস্থিত জনতার মধ্যে হাসির রোল পড়ে যায়।


সূত্র: https://youtu.be/vu_rVoZ7qFA?si=1OAj8mpI0S9ijURt

আবীর

×