
আগে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, পরে জাতীয় নির্বাচন,এই দাবিতে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি। শুক্রবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী, পেশাজীবী এবং সাধারণ মানুষ।
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। ‘নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য দেন দনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার আলিফ দেওয়ান, সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী কামরুল হাসান ও হামিম হাসান, হাজী মিছির আলী কলেজের শিক্ষার্থী আল আমিন, মীর কাদিম হাজী আমজাদ আলী ডিগ্রি কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান কৌশিক, জুলাই আন্দোলনে আহত রাব্বী ইসলাম ও আকরাম সাঈদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এই কর্মসূচির সঙ্গে অংশগ্রহণকারীরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। এটি জনগণের দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ সামাজিক উদ্যোগ।
সংস্কার ছাড়া নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর দাবি
বক্তারা অভিযোগ করেন, দেশের বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, শিক্ষা ও প্রশাসনিক কাঠামোসহ গুরুত্বপূর্ণ খাতে পূর্ণ সংস্কার ছাড়া কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তাদের মতে, জুলাই মাসের আন্দোলনে যারা হতাহত হয়েছেন, এখনো তাদের বিচার হয়নি। এ অবস্থায় নির্বাচন আয়োজন মানে জনগণের সঙ্গে আরেকটি প্রতারণা। তারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ কমপক্ষে পাঁচ বছর করারও দাবি তোলেন।
বক্তারা বলেন, “নোবেল বিজয়ী ড. ইউনূসকে জনগণ নেতৃত্বে এনেছে। তাই তার সরকারের মেয়াদকাল নির্ধারণ করবে জনগণই। এই সরকারের রাজনৈতিক কোনো অভিপ্রায় আমরা দেখতে পাচ্ছি না। অন্তত তাদের দিয়ে কাঠামোগত সংস্কারের কাজগুলো শেষ করতে দিন।”
তারা আরও বলেন, “সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে আমাদের রক্তের ওপর দিয়ে। আমরা অনেক বছর অপেক্ষা করেছি, প্রয়োজনে আরও কয়েক বছর অপেক্ষা করব। কিন্তু এই সুযোগ হাতছাড়া করব না।"
জুলাই গণহত্যার বিচার ও কাঠামোগত সংস্কার দাবি
জুলাই গণহত্যার বিচার না হওয়া এবং চলমান রাজনৈতিক নীলনকশার প্রসঙ্গ তুলে বক্তারা বলেন, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হচ্ছে দেশের সংবিধান, বিচার বিভাগ, শিক্ষা ব্যবস্থা, সরকারি নিয়োগ ও রাজনৈতিক কাঠামোর সর্বস্তরের সংস্কার। না হলে নির্বাচিত সরকারই পুনরায় ফ্যাসিস্ট রূপ নিতে পারে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকা থেকে নগরীর প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন।
এই কর্মসূচি পূর্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেওয়া হয়েছিল এবং এতে নারায়ণগঞ্জের বিভিন্ন পেশাজীবী শ্রেণির শতাধিক মানুষ অংশ নেন। এর আগে গত ১৪ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনেও একই ব্যানারে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালিত হয়েছিল।
সূত্র:https://tinyurl.com/3jn2tefw
আফরোজা