ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বদলির পরও আগের জায়গাতেই থেকে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা? যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১১:৪১, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:৪২, ১৯ এপ্রিল ২০২৫

বদলির পরও আগের জায়গাতেই থেকে যাচ্ছেন অনেক পুলিশ কর্মকর্তা? যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

পুলিশ সদস্যদের বদলি হওয়ার পরও অনেকেই নতুন কর্মস্থলে যোগ না দিয়ে আগের জায়গাতেই থেকে যাচ্ছেন—এমন অভিযোগ তুলেছেন এক সাংবাদিক। এ নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, "আপনারা যদি এমন কিছু হিসাব দেন যেখানে দেখা যায়, বদলি হওয়ার পরও তারা কর্মস্থলে যায়নি—তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই একশন নেওয়া হবে।" তিনি আরও জানান, ঢাকায় বর্তমানে অধিকাংশ পুলিশ সদস্যই নতুন এবং তাদের অনেকেই বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে এসেছেন।

সাংবাদিকের প্রশ্নে তিনি স্বীকার করেন যে, নিচের স্তরের পুলিশ সদস্যদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবছে যেন তাদের নিজ নিজ ডিভিশনের মধ্যেই রাখা যায়। "আমরা চিন্তা করছি সাধারণ পুলিশ সদস্যদের তাদের নিজ এলাকায়, যেমন ঢাকা ডিভিশন বা চট্টগ্রাম ডিভিশনে, রাখা যায় কিনা। তাদের ছুটির সংখ্যাও কম, প্রায় ২০ দিন মাত্র। বাড়ি যদি রংপুর বা রাজশাহীতে হয়, তাহলে ছুটিতে যাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে।"

উপদেষ্টা আরও বলেন, "আমরা চেষ্টা করবো যেন নিচের লেভেলের সদস্যরা নিজ নিজ এলাকার ডিভিশনের মধ্যে থাকেন যাতে ছুটি ও পারিবারিক জীবনের ভারসাম্য রাখা সহজ হয়।"

আবীর

×