ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

প্রকাশিত: ০৯:২৯, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৩২, ১৯ এপ্রিল ২০২৫

স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোন আধুনিক সমাজ হয় না: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া কোনো আধুনিক সমাজ গড়া সম্ভব নয়। গতকাল ১৮ই এপ্রিল, শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে নিরবিচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও নিরাপদ কর্মস্থল তৈরিতে করণীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনির হায়দার আরও বলেন, “বহির্বিশ্ব গণতন্ত্র বলতে বোঝে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। দেশে দীর্ঘদিন গণতন্ত্র অনুপস্থিত থাকায় সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভয়াবহ ঘাটতি তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা সাধারণত গণতন্ত্র বলতে বুঝি একটি নির্বাচন। তৃতীয় বিশ্বের দেশে এভাবেই গণতন্ত্রকে দেখা হয়। কিন্তু সভ্য দেশগুলো যেখানে গণতন্ত্রের চর্চা হয়, সেখানে নির্বাচনকে গণতন্ত্রের প্রবেশদ্বার হিসেবে ধরা হয়। আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ চাই—যেখানে মানুষের কাছে সবকিছু পরিষ্কার থাকবে, কোথাও কোনো গোপনীয়তা বা পক্ষপাত থাকবে না। সেখানে ব্যক্তি বা গোষ্ঠী নয়, জনগণই হবে সর্বোচ্চ অগ্রাধিকার।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=CD8xubHnuX0

আবীর

×