ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারাও চায়: সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির

প্রকাশিত: ০৮:৪৬, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৪৬, ১৯ এপ্রিল ২০২৫

বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারাও চায়: সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক এটা চীনারা পর্যন্ত চায়। কারণ হলো এই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকলে তাদের কাজ করার সুবিধা হয়, তারা পলিসি ঠিকমত করতে পারে, বুঝতে পারে।

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল আয়োজিত এক টকশো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

আমরা একটা বৈশ্বিক কমিউনিটিতে বাস করি উল্লেখ করে হুমায়ুন কবির আরও বলেন, ‘চীনসহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য যারা আমাদের বন্ধু বা সহযোগী আছে, সকলেই চায় বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হোক। কারণ সবাই একটা প্রেডিক্টেবল এনভায়রনমেন্টের ওপর কাজ করতে চায়।’

বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার তাগিদ দিয়ে তিনি জানান, ‘আমরা যাদেরকে উন্নয়ন সহযোগী বলি, তারা তো আমাদেরকে পয়সা দেয়। সামনে একটা অবজেক্টিভ নিয়েই তারা পয়সাটা দেয়। ওই অবজেক্টিভটা যদি এচিভ করতে হয়, তার জন্য স্ট্যাবিলিটি দরকার।’

 

সূত্র: https://www.facebook.com/watch/?v=667518762536579&rdid=i7NrDqVqdxoAEmS7

রাকিব

×