ঢাকা, বাংলাদেশ   রোববার ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফেসবুক পোস্টে মহিউদ্দিন রনি

‘ভালো লাগলে শুনবেন, শুধরাবেন, না লাগলে অবহেলা করবেন, আর মারা খাবেন’

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৬:৩৯, ১৯ এপ্রিল ২০২৫

‘ভালো লাগলে শুনবেন, শুধরাবেন, না লাগলে অবহেলা করবেন, আর মারা খাবেন’

ছবি: সংগৃহীত

সোশ্যাল এক্টিভিস্ট ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ভালো লাগলে শুনবেন, শুধরাবেন। না লাগলে অবহেলা করবেন, আর মারা খাবেন।’

ফেসবুকে তার নিজের করা একটি পোস্টের মন্তব্যের ঘরে তিনি এমন মন্তব্য করেন।

মূল পোস্টে ‘লীগ নিধনে ছাত্রদল যুবদলের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়’ উল্লেখ করে রনি আরও লেখেন, ‘শহিদ ভাইবোনের হন্তকদের সঙ্গে আপোষ নয়।’

ছবি: রনির ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট

নিজের পোস্টের মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘ভালো কাজ করলে প্রশংসা আর অপকর্ম করলে সমালোচনা করবোই। দুইটা করার একটাই উদ্দেশ্য, জুলাই বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্রদলের সহযোদ্ধাদের শুদ্ধতায় প্রস্ফুটিত উন্নতি।’

রাকিব

×