
ছবি: সংগৃহীত
বাজারে পাইকারি ও খুচরা পর্যায়ে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের দাম। মোটা ও চিকন চাল এবং ডিমের দামও বেড়েছে। এদিকে দাম বাড়ানোর পর বাজারে পর্যাপ্ত ভোজ্যতেল মিলছে।
বাজারে নেই ভারত বা চীন থেকে আমদানি করা পেঁয়াজ। এই সুযোগে দেশি পেঁয়াজের মজুদ বাড়াচ্ছে কৃষক থেকে ব্যাপারীরা। এতে করে গত ৮ থেকে ১০ দিন ধরে প্রতিদিনই বাড়ছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতারা জানিয়েছেন, পেঁয়াজ কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকায়।
এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। তবে পাড়া-মহল্লার দোকানে পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকার বেশিতে।
মোটা ও সরু চালের দামও বাড়ছে। দোকানিরা জানান, এক সপ্তাহের ব্যবধানে সরু চালের দাম কেজিতে ৪ টাকা বেড়েছে। চাল ভেদে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৯০ টাকা পর্যন্ত।
বোতলজাত ও খোলা সয়াবিন তেল ও পাম অয়েলের দাম বৃদ্ধি করে সরকারের পক্ষ থেকে মূল্য তালিকা নির্ধারণ করার পরও কিছুদিন ধরে বাজারে তেলের সংকট ছিল। তবে এখন বাজারে বর্ধিত দামে পর্যাপ্ত তেল বিক্রি হতে দেখা গেছে।
ঈদের আগের তুলনায় বর্তমানে ব্রয়লার সাদা মুরগির দাম কেজিতে ৪০ টাকা কমিয়ে ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি করা হচ্ছে। কমেছে সোনালী মুরগির দামও। অবশ্য ডিমের দাম হালিতে ২ টাকা বেড়েছে।
এদিকে পহেলা মে থেকে সারাদেশে ডিম ও মুরগি উৎপাদনকারী খামার বন্ধের ঘোষণা দিয়েছে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন।
সূত্র: https://www.youtube.com/watch?v=7ez3yRdLyAI
রাকিব