
ছবি: সংগৃহীত
জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল এক্টিভিস্ট মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লীগ নিধনে ছাত্রদল যুবদলের প্রচেষ্টা ছিলো প্রশংসনীয়। শহিদ ভাইবোনের হন্তকদের সঙ্গে আপোষ নয়।’
ভালো কাজ করলে প্রশংসা আর অপকর্ম করলে সমালোচনা করবেনই উল্লেখ করে পোস্টের মন্তব্যের ঘরে রনি আরও লেখেন, দুইটা করার একটাই উদ্দেশ্য, জুলাই বিপ্লবে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ছাত্রদলের সহযোদ্ধাদের শুদ্ধতায় প্রস্ফুটিত উন্নতি।’
নিজের পোস্টে করা মন্তব্যে তিনি জানান, ‘ভালো লাগলে শুনবেন, শুধরাবেন। না লাগলে অবহেলা করবেন, আর মারা খাবেন।’
রাকিব