
ছবি: সংগৃহীত
জুলাই যোদ্ধাদের নিয়ে মিথ্যাচার বন্ধ হোক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শনিবার (১৯ এপ্রিল) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত গত ১৪ এপ্রিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য শেখ মাহিন আহমেদ সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলে জানান। হাসনাত লেখেন, ‘আজ তার সাথে সাক্ষাত করতে যাই।’
জুলাই গণঅভ্যুত্থানে আহত শেখ মাহিন আহমেদকে সহযোদ্ধা উল্লেখ করে হাসনাত আরও লেখেন, ‘অবাক করা বিষয় হলো অনেকে তার পূর্বের রাজনৈতিক পরিচয় নিয়ে ট্যাগিং করছে। জুলাই যোদ্ধাদের নিয়ে এমন মিথ্যাচার বন্ধ হোক।’
রাকিব