ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি: দুদু

প্রকাশিত: ০৩:২৩, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:৩৫, ১৯ এপ্রিল ২০২৫

এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘গুম’ হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ হাজার হাজার জাতীয়-ছাত্র-যুব নেতৃবৃন্দকে এখনও খুঁজে পাওয়া যায়নি জানিয়ে বলেছেন, ‘এই অপরাধের জন্য আমি হাসিনার ফাঁসি দাবি করছি।’

এছাড়া, অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বিচার করবেন কি করবেন না, আমরা বুঝতে পেরেছি। আট মাস হয়ে গেল, এতদিনে প্রধান উপদেষ্টাসহ এই উপদেষ্টামন্ডলীর কোনো দায়িত্বশীল নেতা সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বাসায় যাননি কেন?’

অন্তর্বর্তী সরকারকে গুম-খুনের বিচারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি নেতা দুদু আরও বলেন, ‘যারা অর্থ লুটপাট করেছে, যারা এখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসেন। যারা প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করেছে, রক্ষা করেছে, থাকার ব্যবস্থা করেছে, তাদের বিরুদ্ধে আপনারা আইনগত ব্যবস্থা নেন।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=uOtrH9gEQ4M

রাকিব

×