
গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ-যুবলীগের ক্লাব ছিল বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (১৮ এপ্রিল) বেসরকারি একটি টিভি চ্যানেলের টকশোতে এ মন্তব্য করেন তিনি।
ব্যারিস্টার খোকন গত ১৫ বছরে থানাগুলো সন্ধ্যার পরে ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নেতাদের ক্লাব হয়ে গিয়েছিল। কি পরিবর্তন হয়েছে আপনি ওসির রুমে ঢুকতে পারবেন আনলেস ভেরি ইম্পরট্যান্ট। সব গিয়ে আড্ডা মারতেছে, গল্প করতেছে। ওসি তাঁরা এখন মানসিকভাবে দুর্বল। থানায় পোলাপান গিয়ে ওসির সাথে ছবি তুলতেছে। হোয়াট গোয়িং অন? আপনি তো অফিসার ইনচার্জ। আপনি যদি ফটো তোলেন মানুষ তাহলে আপনাকে কেয়ার করবে। ডোন্ট ডু ইট। আপনি কেন অ্যালাউ করছেন। এগুলো করার দরকার আছে? বন্ধ করেন এগুলো।
সজিব