
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজিজুর রহমান আজাদ এই ক্ষোভ প্রকাশ করেন।
পোস্টে লেখেন আজিজুর রহমান লিখেন , ‘বর্তমানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের কর্মীদের নামে ১১ হাজারের অধিক রাজনৈতিক মামলা রয়েছে। মামলা সংক্রান্ত ইস্যু নিয়ে গত অক্টোবর মাসে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে কেন্দ্রীয় সভাপতিসহ সাক্ষাৎ করা হয়। উনি কিছু সময়ের ব্যবধানে মামলাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেছিলেন।
আরও বলেছিলেন, ‘তোমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছো তোমাদের মুভ করতে যেন সমস্যা না হয়, সেজন্য তোমাদের নামে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাগুলোর তালিকা পাঠাও দ্রুত সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা করে দিব’।
মামলার সলুশন তো দূরের কথা, মামলা থাকার কারণে বিগত ৮ মাসে আমাকে পাসপোর্ট পর্যন্ত দেওয়া হয় নাই।
আমি নিজে আগারগাঁও, উত্তরা পাসপোর্ট অফিসে ৪ বার গিয়েছি বিষয়টি বোঝার চেষ্টা করেছি, জরুরত কতটা সেটাও খুলে বলেছি, তবুও কাজ হয়নি। অবশেষে বাধ্য হয়ে ফেব্রুয়ারি মাসে ২বার কোর্টে দাঁড়িয়ে অর্ডার নিতে হয়েছে। গতকাল বিকালে মেসেজ এসেছে আপনার পাসপোর্ট রেডি টু ডেলিভারি। ভাবছি! আমাদের সঙ্গে এমন আচরণ করা হলে জনসাধারণকে কিরূপ অভিজ্ঞতা ফেস করতে হচ্ছে তা আর বুঝতে বাকি থাকে না।’
তিনি আরও লেখেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই বিকল্প কোন পন্থায় যেতে পারিনি। আপনারা দায়িত্বশীলের চেয়ারে বসে সংস্কারের নামে যেভাবে নাগরিকদের মৌলিক অধিকার নষ্ট করছেন তাতে যেকোনো সময় গণবিস্ফোরণ ঘটলে তার দায় কিন্তু শ্রদ্ধাভাজন উপদেষ্টাদের নিতে হবে। জাস্ট রিমাইন্ড দেওয়া দরকার মনে করলাম।’
ফুয়াদ