ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ

প্রকাশিত: ০১:১৭, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:১৮, ১৯ এপ্রিল ২০২৫

জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে: হান্নান মাসউদ

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে বলেছেন, জুলাই আন্দোলন হয়েছে বেকার চাকরিপ্রত্যাশীদের সম্মিলিত ক্ষোভের সমন্বয়ে। বিসিএস পরীক্ষায় দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীরা পিএসসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান এবং আলোচনা করতে গেলে তাদের সাথে আলোচনা না করে দমনপীড়নের ঘটনায় আমরা বিব্রত।

মনে রাখতে হবে জুলাই অভ্যুত্থান হয়েছে এই বেকার তরুনদের স্বপ্ন অবহেলিত হওয়ার কারণে। অতিশীঘ্রই পিএসসি চেয়ারম্যানকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পিএসসির সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আহ্বান জানাই। আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দাবি করছি।

 

সূত্রঃ https://www.facebook.com/share/1XH77ZAc5U/

রিফাত

×