ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে: সামান্তা শারমিন

প্রকাশিত: ০১:১১, ১৯ এপ্রিল ২০২৫

শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে: সামান্তা শারমিন

ছবিঃ সংগৃহীত

শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। একটি ব এসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তা নয়, আমি যদি নাহিদ ইসলামের কথা আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই পুরো সরকারই আসলে বিএনপির হয়ে কাজ করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্ত তাদের প্রেশার করার যে সক্ষমতা সেটা তারা পুরোপুরি ব্যবহার করছে। রাজনৈতিকভাবে আমাদের এখন ঐক্যমতের প্রয়োজন, কিন্ত আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের কথা বলেন বা জুলাই ঘোষণা পত্র সহ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়ে তারা বিরোধিতা করেছে। আর তাদের কথা মতোই ওই বিষয়গুলো শেষ করা যায়নি। 

তিনি আরো বলেন, এখন আমরা দেখছি প্রশাসনের সব জায়গায় বিএনপি ও জামায়াতের মানুষদের বসানো হয়েছে। সব কাজে তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে। এমনকি আগের রেজিমের মত আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। সবকিছু মিলিয়ে পুরো সরকারটা বিএনপির সরকার হয়ে উঠেছে। আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল, সেটা আর নেই। যেহেতু বিএনপির মাঠের পাওয়ার বেশি, প্রশাসনিক কাঠামোতে তার বিচরণ বেশি এ কারণে পুরোটাই বিএনপির সরকার হয়ে গেছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/19MkAmCVqD/

রিফাত

×