ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

জামিন পাওয়ার পর ডা. আজিজকে জেলগেটে হেনস্থা করে আবার আটক করাটা হাইকোর্ট অবমাননা: আব্দুন নূর তুষার

প্রকাশিত: ০১:০৬, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ০১:০৭, ১৯ এপ্রিল ২০২৫

জামিন পাওয়ার পর ডা. আজিজকে জেলগেটে হেনস্থা করে আবার আটক করাটা হাইকোর্ট অবমাননা: আব্দুন নূর তুষার

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি এক বেসরকারি মিডিয়ায় চিকিৎসক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেছেন, “জামিন পাওয়ার পর ডা. আজিজকে জেলগেটে হেনস্থা করে আবার আটক করাটা হাইকোর্টের জামিনের প্রতি এক ধরনের অবমাননা।”

ডা. আব্দুন নূর তুষার বলেন, “টাবলু ভাই কী করেছেন? টাবলু ভাই আজিজ ভাইয়ের জন্য একটু তদবির করেছেন। কার কাছে করেছেন? একজন, যে দাবি করে যে সে হচ্ছে ‘সমন্বয়ক’। এখন সেই ছেলেটি কী করেছে? তাকে (টাবলুকে) রেকর্ড করেছে এবং সেটা ছেড়ে দিয়েছে এখন।”

তিনি বলেন, “আজিজ ভাই কিন্তু বাংলাদেশের একজন নামকরা পেডিয়াট্রিক সার্জন। তিনি অসংখ্য ডাক্তারকে পড়িয়েছেন। তিনি যেখানে আটক হয়েছেন, যে মামলাটি, সেটি কতখানি সঠিক—এটা নিয়ে প্রশ্ন আছে। হাইকোর্ট যেখানে আজিজ ভাইকে জামিন দিয়েছে, সেখানে জেলগেটে তাকে ধরে নিয়ে আবার বন্দি করতে বাধ্য করাটা হাইকোর্টের জামিনের প্রতি এক ধরনের অবমাননা। আমি তাই মনে করি।”

তিনি আরও বলেন, “হাইকোর্ট মনে করেছে যে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। জামিনে মুক্তি মানে কিন্তু দোষমুক্ত হওয়া না। তাকে জামিনে শুধু ছাড়া হয়েছে—মনে করা হয়েছে, তিনি বের হলে বহু শিশুর অপারেশন করতে পারবেন, বহু রোগীর চিকিৎসা দিতে পারবেন। আর তিনি কিন্তু অসৎ উপায়ে অর্জিত টাকা-পয়সা দিয়ে রাজনীতি করেননি—এই গ্যারান্টি আমি দিতে পারি। সব লোক তো আর খারাপ ছিল না।”

সূত্রঃ https://www.facebook.com/reel/1707263053517023

ইমরান

×