ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

নতুন সম্পর্কের বার্তা দিল পাকিস্তান!

প্রকাশিত: ১৯:০০, ১৮ এপ্রিল ২০২৫

নতুন সম্পর্কের বার্তা দিল পাকিস্তান!

ছবি সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব পর্যায়ের ষষ্ঠ দ্বিপাক্ষিক পরামর্শ সভা। ১৭ এপ্রিল অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পক্ষ থেকে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আমনা বালোচ।

শুক্রবার (১৮ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে ওযেবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিস্তারিত তথ্য তুলে ধরেছে।

বৈঠকটি অনুষ্ঠিত হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন করে সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করে।

বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা ও কৌশলগত সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। উভয় পক্ষই নিউইয়র্ক, কায়রো, সামোয়া এবং জেদ্দায় সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকগুলোর প্রশংসা করে, যা পারস্পরিক সম্পর্ক পুনরুজ্জীবনে ভূমিকা রেখেছে।

নিয়মিত প্রাতিষ্ঠানিক সংলাপ, অমীমাংসিত চুক্তিগুলোর দ্রুত চূড়ান্তকরণ এবং বাণিজ্য, কৃষি, শিক্ষা ও যোগাযোগ খাতে সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। পাকিস্তান তার কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একাডেমিক সুযোগের প্রস্তাব দেয় এবং বাংলাদেশ মাছ চাষ ও সামুদ্রিক অধ্যয়নে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দেয়। বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্কলারশিপ প্রস্তাবের প্রশংসাও করা হয়।

যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে উভয় দেশ করাচি-চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচলের সূচনার প্রশংসা করে এবং সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে। পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণে অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করা হয়।

বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত পাকিস্তানি শিল্পীদের পরিবেশনার প্রশংসা করে উভয় পক্ষই সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে। খেলাধুলা, গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সহযোগিতার জন্য বিভিন্ন সমঝোতা স্মারকের (MoU) চূড়ান্তকরণ নিয়ে আলোচনা হয়।

বহুপাক্ষিক বিষয়াদি নিয়ে আলোচনার সময় দুই দেশই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC) পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা তুলে ধরে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং SAARC প্রক্রিয়াকে দ্বিপাক্ষিক রাজনৈতিক ইস্যু থেকে মুক্ত রাখার আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন এবং জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী এই বিরোধের দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যালোচনার সময়, উভয় দেশ গাজায় ইসরায়েলি আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানায়।

এছাড়া, পররাষ্ট্র সচিব আমনা বালোচ আলাদাভাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসাইনের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে আঞ্চলিক সংযুক্তি, অর্থনৈতিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে বহিরাগত প্রভাব থেকে মুক্ত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আশিক

×