ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

সরকার যাই করে-বলে উল্টো করলে একই রকম হয়

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ এপ্রিল ২০২৫

সরকার যাই করে-বলে উল্টো করলে একই রকম হয়

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল মন্তব্য করেছেন, বর্তমান সরকারের কথাবার্তা ও কার্যকলাপ সব কিছুই এমন, যা উল্টো দিক থেকে দেখলেও বদলায় না। তিনি বলেন, “বাংলা ভাষায় কিছু শব্দ আছে যেগুলো বাম দিক থেকে লিখলেও অর্থ একই থাকে। সরকারও তেমন — যা বলুক বা করুক, উল্টো করে ভাবলেও একই রকম অন্যায়।”

আজ শুক্রবার (১৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির মূল দাবি ছিল— নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীসহ অন্যান্য গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান।

আলাল বলেন, “আমাদের এখন শুধু দাবি জানালেই হবে না, নিজেদের উদ্যোগে অনুসন্ধানী টিম গঠন করতে হবে। গত ১৫ বছরে যারা অবহেলিত, নির্যাতনের শিকার হয়েছেন— সেই সব কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা নিয়ে খোঁজ করতে হবে, কোথায় কী ঘটেছে।”

তিনি গভীর কষ্টের সঙ্গে বলেন, “ইলিয়াস আলীর স্ত্রী-সন্তানরা যে মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছে, তা কেবল তারাই বোঝে। গুম হওয়া প্রত্যেকটি পরিবারের একই অবস্থা। তারা প্রিয়জনের নামের আগে ‘শহীদ’ লিখতে পারে না, আবার ‘জীবিত’ বলতেও পারে না। কবর জিয়ারত তো দূরের কথা— তারা জানেই না মানুষটা বেঁচে আছে, না মারা গেছে।”

ফারুক

আরো পড়ুন  

×