
ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে লালমনিরহাটে অনুষ্ঠিতব্য জনসভাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে দলটির জেলা শাখা।
শুক্রবার (১৮ এপ্রিল) সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা আমির অ্যাডভোকেট আবু তাহের এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামীকাল শনিবার সকালে ঐতিহাসিক কালেক্টরেট মাঠে নায়েবে আমীরের (ডা. শফিকুর রহমান) জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।
তিনি আরও জানান, জনসভা সফলভাবে আয়োজনের জন্য তিনটি পৃথক মাঠ প্রস্তুত করা হয়েছে। মূল মঞ্চ স্থাপন করা হয়েছে কালেক্টরেট মাঠে, নারীদের বসার স্থান নির্ধারণ করা হয়েছে গিয়াস উদ্দিন মাঠে। জনসভায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে জানিয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জামায়াতের সেক্রেটারি ফিরোজ হায়দার লাভলু, সাবেক জেলা আমির আতাউর রহমান, সহকারী সেক্রেটারি মো. শাহ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
মাহফুজ/রবিউল