ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল

প্রকাশিত: ১৬:০২, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৬:০৪, ১৮ এপ্রিল ২০২৫

ঢাকায় ফের আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় আজ ফের মিছিল করেছে আওয়ামী লীগ। ঢাকা-১৮ সংসদীয় আসনের আওতায় আয়োজিত এই মিছিলে অংশ নেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে, তারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবি তোলেন।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থানে’ শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বিভিন্ন সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আসছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আজকের মিছিলটিও সেই আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে। 

ফারুক

আরো পড়ুন  

×