ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

তিন দফা দাবীতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ১৫:২৫, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:২৬, ১৮ এপ্রিল ২০২৫

তিন দফা দাবীতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি

ছবি: প্রতিবেদক

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ডাক্তার, নার্স, সংশ্লিষ্ট কর্মচারী, মেডিকেল স্টুডেন্ট এবং ভর্তিরত রোগীদের নিরাপত্তা নিশ্চিত করা, তদন্ত চলাকালীন সময়ে অযৌক্তিকভাবে ডা. শামিম আল আজাদের ওএসডি প্রত্যাহার করা ও ৫০০ শয্যা বিশিষ্ট পূর্নাঙ্গ হাসপাতাল চালু করাসহ প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়ার দাবী জানিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। শুক্রবার (১৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবী তুলে ধরা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘কোনো দুর্বৃত্ত যেন অনাকাঙ্ক্ষিতভাবে হাসপাতালে ডাক্তার, নার্স, মেডিকেল শিক্ষার্থী এবং ভর্তিরত রোগীদের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে। শুধুমাত্র ডাক্তার নার্সের নিরাপত্তা নয়, রোগীদেরও পর্যাপ্ত নিরাপত্তা দরকার। গত ১৪-ই এপ্রিল পুরো হাসপাতালকে জিম্মি করে রাখা হয়েছিল। তাছাড়া, আইসিইউতে থাকা রোগীদের হেনস্তা করা হয়েছে। সুতরাং, আমরা একসাথে আমাদের জন্যই হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ‘তাছাড়া, আপনারা জানেন যে, গত ১৪ ই এপ্রিলের ঘটনা নিয়ে তদন্ত চলমান রয়েছে। তবুও মিথ্যা অভিযোগে ডা. শামিম আল আজাদকে ওএসডি করা হয়েছে। যা আমাদের সাথে অবিচার। আমরা চাই সত্য প্রকাশিত হোক এবং প্রকৃত দোষী শাস্তি পাক।’ এরপর তারা ডা. শামিম আল আজাদদের অযৌক্তিক ওএসডি প্রত্যাহার করার দাবি জানান।

পটুয়াখালী বাসীর সেবাকে আরও যুগোপযোগী করে তুলতে প্রয়োজন স্বয়ংসম্পূর্ণ হাসপাতালের। কিন্তু বর্তমান সদর হাসপাতাল ২৫০ শয্যা বিশিষ্ট হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকেন প্রায় ৬শর বেশী । যেখানে ২৫০ জন রোগীর জন্য চিকিৎসক সংখ্যা প্রয়োজন ৫৯ জন, সেখানে রয়েছে মাত্র ২০ জন। অর্থাৎ ৬০০ জন রোগীর জন্য ১৮০ জন ডাক্তারের জায়গায় রয়েছে মাত্র ২০ জন। তার মধ্যে ডা. শামিম আল আজাদকে ওএসডি করা হয়েছে। এমন পরিস্থিতে পটুয়াখালীবাসীর চিকিৎসার মান বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে পূর্ণাঙ্গ হাসপাতাল এবং প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবী জানানো হয়।

আরশি

আরো পড়ুন  

×