ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আমরা কাউকে মনোনয়ন দেব না, এলাকা থেকে মনোনয়ন নিয়ে আসতে হবে: রফিকুল আমীন

প্রকাশিত: ১৫:০৮, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:১২, ১৮ এপ্রিল ২০২৫

আমরা কাউকে মনোনয়ন দেব না, এলাকা থেকে মনোনয়ন নিয়ে আসতে হবে: রফিকুল আমীন

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘আম জনতা পার্টি’। দলটির নেতৃত্বে রয়েছেন ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীন। দলটি পুরনো রাজনৈতিক সংস্কৃতি ভেঙে নতুনভাবে সংগঠিত হতে চায়, যেখানে মনোনয়ন বাণিজ্য বা তদবিরের সুযোগ থাকবে না।

দলটির প্রতিষ্ঠাতা রফিকুল আমীন বলেন, “আমরা কাউকে মনোনয়ন দেব না, মনোনয়ন সে পাশ করে আসবে তার এলাকা থেকেই। আমরা এখনো বিষয়গুলো পুরোপুরি তৈরি করিনি, তবে আমাদের কিছু চিন্তা রয়েছে। আমরা চাই, একজন কেবল একটি মার্কা দেখে ভোট না দিয়ে তার গ্রহণযোগ্যতা, প্রয়োজনীয়তা ও সক্ষমতা বিবেচনায় এনে সিদ্ধান্ত নিক।”

তিনি আরও জানান, দলটি প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী মনোনয়ন প্রক্রিয়া চালু করতে যাচ্ছে। কোনো কেন্দ্রীয় ‘নির্বাচন কমিটি’ থাকবে না, বরং দলীয় সমর্থকদের মধ্যেই নির্বাচন হবে। যদি একাধিক প্রার্থী থাকে, তাহলে স্থানীয়ভাবে অনলাইন ভোটের মাধ্যমে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হবেন। এতে তদবির বা মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ থাকবে না বলে জানান তিনি।

রফিকুল আমীন বলেন, “এখানে আমরা একটি সংস্কার আনতে চাই, আনতে চাই আধুনিকতা ও ন্যায্যতা। এমনকি যদি কোনো যোগ্য ব্যক্তি মনোনয়নপত্র জমা দেওয়ার সামর্থ্যও না রাখে, আমরা তাকে মনোনয়ন দেব যদি মনে করি সে সংসদে গিয়ে জনগণের কথা বলবে, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।”

‘আম জনতা পার্টি’ আত্মপ্রকাশের মাধ্যমে একটি স্বচ্ছ, দায়িত্বশীল ও জনগণকেন্দ্রিক রাজনীতির প্রতিশ্রুতি দিচ্ছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=IIvwpD3qgJw

আবীর

আরো পড়ুন  

×