ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

প্রকাশিত: ১৪:৫১, ১৮ এপ্রিল ২০২৫

মাথায় কাফনের কাপড় বেঁধে পলিটেকনিক শিক্ষার্থীদের গণমিছিল

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবির বাস্তবায়ন এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় ব্যতিক্রমী এক গণমিছিল করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর শিক্ষার্থীরা একত্রিত হয়ে ইনস্টিটিউট চত্বর থেকে মিছিল শুরু করে। মাথায় সাদা কাফনের কাপড় বেঁধে এই প্রতীকী প্রতিবাদে অংশ নেন শত শত শিক্ষার্থী।

মিছিলে অংশগ্রহণকারীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা স্লোগান দেন—“রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”, “দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত।”

আন্দোলনরত শিক্ষার্থীদের ভাষ্য, শান্তিপূর্ণভাবে দাবি জানানো সত্ত্বেও কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে, যা বর্বরতার শামিল। তারা জানান, ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির দিকে যাবে তারা।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন। কুমিল্লায় চলমান আন্দোলনের মধ্যে সম্প্রতি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যার প্রতিবাদে ঢাকায় এই কর্মসূচি পালন করা হয়।

আবীর

আরো পড়ুন  

×