
ছবি: প্রতিবেদক
মো:সাইফুল ইসলাম, আখাউড়া,
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত ৮ দিনে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। গত ১১-১৮ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়। এ সময় মাহিন (১৮) নামে এক আসামিকে আটক করা হয়।
শুক্রবার (১৮ এপ্রিল ) দুপুরে বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো: জিয়াউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার শালদানদী, শশীদল, মঈনপুর, ঘাগুটিয়া এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জদ্ধ করা হয়। যার সিজার মূল্য এক কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০টাকা।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ২৭ কেজি, গরু দুইটি, চকলেট ৯৩৫ পিস, চা-পাতা দুই কেজি, চাউল ৭,৫৮৫ কেজি, চিংড়ি মাছের রেনু ৮১ বক্স, চিনি ৮৩২ কেজি, ডরমিন মলম ২৭৫ পিস, চুলের তৈল ৮১ বোতল, দুধ এক কেজি, পন্ডস পাউডার ১,৫৮৪ পিস, ফুসকা ৮১৮ কেজি, বিভিন্ন প্রকার বাঁজি ৫৩,৬০১ পিস, বিভিন্ন প্রকার মোবাইল ১৬৮ টি, বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে ২৪৩ পিস, নেহা মেহেদী ১১৩৮ পিস, এ্যানার্জি ড্রিংকস ৭৮৭ বোতল, শাড়ী ৩১ পিস, শ্যাম্পু ২৩৫ পিস, সাবান ৭৯ পিস, বাংলাদেশী অটো রিক্সা একটি, ভারতীয় ইয়াবা ট্যাবলেট ৪,৮১৫ পিস, হুইস্কি (বিভিন্ন প্রকার বিদেশী মদ) ৪০ বোতল, বিয়ার ১৩৮ বোতল, ইস্কাপ সিরাপ ২৫৮ বোতল, গাঁজা ২৮ কেজি এবং সিগেরেট ২,৪৫০ প্যাকেট।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লে: কর্ণেল মো: জিয়াউর রহমান জানান, সীমান্তে সর্বদা নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে (৬০ বিজিবির) আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে অভিযান পরিচালনা করে এসব মাদক ও ভারতীয় পণ্য জদ্ধ করা হয়েছে। তাদের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
মো:সাইফুল ইসলাম/ আরশি