ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

আ. লীগের সবার হাতে রক্ত, সেই দলে সাকিবের যাওয়া দুঃখজনক: প্রেস সচিব

প্রকাশিত: ১৪:২৯, ১৮ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৪১, ১৮ এপ্রিল ২০২৫

আ. লীগের সবার হাতে রক্ত, সেই দলে সাকিবের যাওয়া দুঃখজনক: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিশ্বসেরা ক্রিকেটার ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের আওয়ামী লীগে যোগদানে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ক্রিকেট খেলাকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন। কিন্তু সেই সাকিবই ফ্যাসিবাদী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এই দলে প্রতিটি নেতাকর্মীর হাতে রক্ত লেগে আছে—খুন, গুম, ব্যাংক ডাকাতিসহ নানা অপরাধে জড়িত তারা।”

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে গণআন্দোলনের সময় মাগুরাতেও আন্দোলন হয় এবং সেখানে অন্তত তিন-চারজন নিহত হন। “সাকিব তখন মাগুরার সংসদ সদস্য ছিলেন। তিনি কি জানতেন না তার এলাকায় মানুষ মারা গেছে? তিনি কি কখনও বলেছিলেন, ‘আমি সরি’? নিন্দাও তো করেননি!”

সাকিবের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের উদ্ধৃতি টেনে শফিকুল বলেন, “সাকিব বলেছেন, কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়া তো ভুল নয়। আমি বলছি, হ্যাঁ—রাজনৈতিক দলে যোগ দেওয়া ভুল নয়, বরং সেটা গণতান্ত্রিক অধিকারেরই অংশ। কিন্তু ভুল তথ্যের ভিত্তিতে বা অন্ধ সমর্থনে আপনি কি জঙ্গি পার্টিতে যোগ দেবেন?”

তিনি আরও বলেন, “২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত মাগুরায় একটি নির্বাচনও সুষ্ঠুভাবে হয়নি। প্রতিবারই ছিল সাজানো ভোট। এমনকি ২০২৪ সালের নির্বাচনেও সাকিবের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। আগে থেকেই জানা ছিল, কে জিতবে, কে হারবে। এটি কোনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল না।”

তিনি বলেন, “২০১২ সালে গুম হওয়া ইলিয়াস আলীর কথা সাকিব নিশ্চয় জানেন। ২০১৮ সালের নির্বাচন কীভাবে হয়েছিল তাও সাকিবের অজানা নয়। তবুও এমন একটি দলে তার যোগদান দুঃখজনক।”

আবীর

আরো পড়ুন  

×