
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, বর্তমান সরকারকে “অনির্বাচিত” বলা বাস্তবতা ও পরিসংখ্যানের সঙ্গে সাংঘর্ষিক। তার ভাষ্য অনুযায়ী, এই সরকার ভোটের মাধ্যমে ক্ষমতায় না এলেও তা জনসমর্থনহীন বা অবৈধ নয়।
তিনি বলেন, “অনির্বাচিত সরকার বলতে যা বোঝায়— যেমন ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকার বা আওয়ামী লীগ সরকার— বর্তমান সরকার সেই সংজ্ঞার মধ্যে পড়ে না। বর্তমানে ক্ষমতাসীন সরকারের পক্ষে এখনো ৭০ শতাংশের বেশি জনসমর্থন রয়েছে। আর অতীতে নির্বাচনে যারা সংসদে জনসমর্থন পেয়েছে, তাদের ভোটের হার ছিল ৩৫-৩৭ শতাংশের মধ্যে।”
সারোয়ার তুষার আরও বলেন, “নির্বাচন ছাড়া সরকার এসেছে— এটা সত্যি। কিন্তু দেশের ইতিহাসে নির্বাচিত সরকারগুলোরও ভোটের হার খুব বেশি নয়। সেই তুলনায় এই সরকারের প্রতি জনসমর্থন অনেক বেশি। তাই এটিকে অনির্বাচিত বা অবৈধ সরকার বলা রাজনৈতিক অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা রাজনীতি করবেন, নির্বাচন চাইবেন— তাতে সমস্যা নেই। কিন্তু দয়া করে সরকারকে বিতর্কিত করবেন না। যে ভাষায় বলা হচ্ছে ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিশৃঙ্খলা হবে’, সেটা অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক হুমকি ছাড়া কিছু নয়।”
তুষার বলেন, “যদি সরকার নির্বাচন মার্চে দেয় এবং ডিসেম্বরের পর বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এর দায় তাদেরকেই নিতে হবে যারা বলেছিল ‘ডিসেম্বরই কাট-অফ টাইম’। রাজনৈতিক অঙ্গনে দায়িত্বশীল আচরণ জরুরি।”
তিনি বর্তমান সরকারের কিছু দায়িত্ব বা টাস্ককে রাজনৈতিক দল ও সাংস্কৃতিক অঙ্গনের পক্ষ থেকে অন্তত সাময়িক সময়ের জন্য সমর্থনের আহ্বান জানান। তার মতে, গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তন এসেছে, সেটিকে সামনে এগিয়ে নিতে সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সূত্র: https://www.youtube.com/watch?v=52CfhCviz4o
আবীর