ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর আমরা ফ্যাসিস্ট দেখবো না: হাসিনুর রহমান

প্রকাশিত: ১৩:৩৩, ১৮ এপ্রিল ২০২৫

দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর আমরা ফ্যাসিস্ট দেখবো না: হাসিনুর রহমান

ছবি: সংগৃহীত

সাবেক সামরিক কর্মকর্তা ও বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান আজ বেলা ১২টার দিকে তার ফেসবুক প্রোফাইলে নিজের লেখা বই ‘আয়নাঘর: তুমি ও আমি’-এর মোড়কের ছবি শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “দৃষ্টান্তমূলক শাস্তি হলে আর আমরা ফ্যাসিস্ট দেখবো না।”

এই বইটি লেখা হয়েছে তার নিজ জীবনের এক ভয়াবহ অধ্যায়কে কেন্দ্র করে—যেখানে তিনি দাবি করেন, স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনার শাসনামলে তিনি দুইবার গুমের শিকার হন। প্রথমবার ৪৩ দিন এবং দ্বিতীয়বার এক বছর ছয় মাস ১৪ দিন নিখোঁজ থাকা অবস্থায় তাকে ভয়াবহ নির্যাতনের মুখোমুখি হতে হয়।

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, লে. কর্নেল হাসিনুর রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগে তিনি বলেন, তাকে গুম করে রাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিলেন।

‘আয়নাঘর: তুমি ও আমি’ বইটিতে উঠে এসেছে সেই গুম হয়ে যাওয়া সময়গুলোর ভয়াবহতা, নির্যাতনের চিত্র এবং রাষ্ট্রীয় অপহরণের মতো গুরুতর বিষয়গুলো। বইটি শুধু তার ব্যক্তিগত অভিজ্ঞতার দলিল নয়, বরং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির এক করুণ চিত্রও ফুটিয়ে তোলে।

আবীর

আরো পড়ুন  

×